২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৬ হিজরি

শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

admin
প্রকাশিত মে ১, ২০২১
শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Sharing is caring!

 

শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

 

 

রবিউল আলম,স্টাফ রিপোর্টার-গাজীপুরঃ-

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শ্রমিকদের অধিকার আদায় নিশ্চিত করেছে।

শনিবার (১ মে) দুপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। গাজীপুর সাংবাদিক ইউনিয়ন এ সভার আয়োজন করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা রক্ত দিয়েছিল বিধায় আজ তাদের সুযোগ-সুবিধা ও জীবনমানের উন্নতি ঘটেছে।

তিনি বলেন, করোনাকালে সরকার সাংবাদিকদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সব দুর্যোগ মোকাবিলায় সরকার কাজ করছে।

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি শামসুন নাহার ভূঁইয়া।

এতে আরো যুক্ত ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক এমএ সালাম শান্ত, মনির হোসেন জীবন, মনসুর আহমদ, মুহাম্মদ মনজুরুল হক প্রমুখ।