Sharing is caring!
পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছন আসন্ন ৬ নং বরমী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম জহির সরকার।
রাকিবুল হাসান, শ্রীপুর (গাজীপুর) থেকেঃ-
বরমী ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,গাজীপুরের শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়ন এর বরমী বাজার শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক ও নাগরিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। জহিরুল ইসলাম জহির সরকার।
তিনি বলেন, বিগত ২০১৯ সালের মতো ঈদের মতো ২০২১ইং সালের পবিত্র ঈদুল-ফিতর (রোজার ঈদ) এর আনন্দ তেমন ভাবে উপভোগ করতে পারবে না দেশবাসী।
কেন উপভোগ করতে পারবে তা আপনারা সবাই জানেন। করোনাভাইরাস কারনে আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে আমরা জানি।
কোভিড-১৯ এর মহামারিতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২০০টি দেশের কয়েক লাখ মানুষ মৃত্যুবরণ করেছেন।
পরিস্থিতি যাইহোক জীবনযাত্রা ও সময়তো আর থেমে থাকে না, আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে মহান আল্লাহ তা’আলার কাছে ক্ষমা চেয়ে সবার কল্যাণে দোয়া চাইতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে হেফাজত করেন, আমিন।
সেই সাথে সর্বস্তরের মানুষকে আমার ভালোবাসা সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশবাসী সবাই কে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, ঈদ মোবারক।
ঈদ মানে হাসি, ঈদ মানে আশা । ঈদ মানে সকলের প্রতি, আমার ভালোবাসা । ঈদ মানে দুর আকাশে, মিষ্টি চাঁদের হাসি । ঈদ মানে সুখ সাগরে, সবাই মিলে ভাসি।ঈদ মোবারক”ঈদ মোবারক” ঈদ মোবারক”
🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃
শুভেচ্ছান্তেঃ-
আসন্ন ৬ নং বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। জনাব মোঃ জহিরুল ইসলাম জহির সরকার। বরমী বাজার শিল্প বণিক সমিতি (শ্রীপুর গাজীপুর)