Sharing is caring!
বাংড়া নব-জাগরণ সংস্থা’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।
মোঃ মমিন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া নব-জাগরণ সংস্থা (বানজাস) এর উদ্যোগে আজ ৩০শে এপ্রিল শুক্রবার (৩০শে এপ্রিল) বিকেল ৪ ঘটিকার সময় করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে একশত (১০০) হতদরিদ্র দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংড়া নব-জাগরণ সংস্থার উপদেষ্টা জনাব মীর জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন বাংড়া ইউপি চেয়ারম্যান জনাব মো হাসমত আলী নেতা।
এসময় উপস্থিত ছিলেন বাংড়া নব-জাগরণ সংস্থার উপদেষ্টা জনাব সৈয়দ সাইফুল ইসলাম কবির ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব মোঃ জোবায়েত হোসেন জুয়েল, বাংড়া নব-জাগরণ সংস্থার অর্থ সম্পাদক জনাব সৈয়দ আসাদুল্লাহ সহ সংস্থার নেতৃবৃন্দ স্থানীয় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
ঈদ উপহার হিসেবে প্রতি প্যাকেটে ১০কেজি চাউল, ১ কেজি ডাল, ১কেজি তৈল, ১কেজি আলু,১কেজি চিনি, ১কেজি লবণ, ১প্যাকেট সেমাই ও ১ টি করে সাবান বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বাংড়া নব-জাগরণ সংস্থার সাধারণ সম্পাদক জনাব সৈয়দ তৌহিদুর রহমান লিটন ।