২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাতীয় শোক দিবস উপলক্ষে চসিকের মাসব্যাপী কর্মসূচি

admin
প্রকাশিত আগস্ট ১, ২০১৯
জাতীয় শোক দিবস উপলক্ষে চসিকের মাসব্যাপী কর্মসূচি

Sharing is caring!

 

আল আমিন আকবারশাহ চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাসব্যাপী কর্মসূচি পালন করছে। আজ সকালে থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন কর্মসূচি উদ্বোধন করেছেন।
কর্মসূচির মধ্যে আজ ১ আগষ্ট থেকে ৮ আগষ্ট পর্যন্ত চসিক পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনা সভা, ৭ আগষ্ট আন্দরকিল্লা পুরোনো কার্যালয়ে চিত্র প্রদর্শনী, পুরো আগষ্ট মাস জুড়ে চসিকের সেবা কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা প্রদান, ১৪ আগষ্ট নগরীর সকল মসজিদে মিলাদ মাহফিল, খতমে কোরাণ, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের দিন দিন ব্যাপী কর্মসূচি পালন করা হবে। তাছাড়া রাজস্ব সার্কেলগুলোতে আগামী ২০ আগষ্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হবে। ২৪ আগষ্ট থেকে ৩০ আগষ্ট পর্যন্ত চসিক পরিচালিত কলেজ গুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানামুখী সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হবে। ৩১ আগষ্ট চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে মাস ব্যাপী কর্মসূচির শেষ কর্মসূচি সবুজ মেলার মঞ্চ অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপনী সম্পন্ন হবে।
চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো সামসুদ্দোহার সভাপতিত্ব ও কঙ্কন দাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, নাজমুল হক ডিউক,সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, হাসান মুরাদ বিপ্লব, আবদুল কাদের, আনজুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম প্রমুখ বক্তব্য রাখেন।