**** গান *******
---------------------শোভা রাণী বিশ্বাস
কেমন করে পড়শি রে তুই বিবেকহারা হলি,
মানবতার স্বত্বা দিলি নিজের হাতে বলি।
কর্মদোষে পঁচালি রে মনের অলি-গলি।
মানবতার স্বত্বা দিলি নিজের হাতে বলি।
হরেক খাবার জমা রাখিস তোরই গুদাম ঘরে,
পাশের মানুষ খাবার লাগি ছটফটায়ে মরে।
তোর ঘরেতে জলছে দেখি হাজার রঙের বাতি,
পাশের বাড়ি নিভু প্রদ্বীপ আধার ভরা রাতি।
সবকিছু তোর আছে তবু হাউ উতাসে মলি।
মানবতার স্বত্বা দিলি নিজের হাতে বলি।
কিসের বড়াই করিস রে তুই যম নিয়েছে পিছু,
মৃত্যু তোর-ই দুয়ারেতে পূন্যি জমা কিছু।
সারাজীবন মন্দ ভালো কর্ম যত আছে,
জবাবদিহি করতে হবে উপরওয়ালার কাছে।
বিবেকবোধের মনটা নিয়ে বিবেধ ভুলে চলি।
মানবতা দিয়ে মনের পশুকে দে বলি।
মৃত্যুমিছিল জগতজুড়ে আপন থাকে দূরে,
ডাকতে গেলে তোমায় দেখে বসবে তারা ঘুরে।
শোভা রাণী ভেবে বলে ওরে পাগল মন,
আপন আপন ভাবিস যদের নয়ত আপন জন।
পরাণ পাখি উড়বে হঠাৎ যেমনি ওড়ে অলি।
বিবেকটাকে দিলি কেন নিজের হাতে বলি।।
মানবতা দিয়ে মনের পশুকে দে বলি।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.