Sharing is caring!
**** গান *******
———————শোভা রাণী বিশ্বাস
কেমন করে পড়শি রে তুই বিবেকহারা হলি,
মানবতার স্বত্বা দিলি নিজের হাতে বলি।
কর্মদোষে পঁচালি রে মনের অলি-গলি।
মানবতার স্বত্বা দিলি নিজের হাতে বলি।
হরেক খাবার জমা রাখিস তোরই গুদাম ঘরে,
পাশের মানুষ খাবার লাগি ছটফটায়ে মরে।
তোর ঘরেতে জলছে দেখি হাজার রঙের বাতি,
পাশের বাড়ি নিভু প্রদ্বীপ আধার ভরা রাতি।
সবকিছু তোর আছে তবু হাউ উতাসে মলি।
মানবতার স্বত্বা দিলি নিজের হাতে বলি।
কিসের বড়াই করিস রে তুই যম নিয়েছে পিছু,
মৃত্যু তোর-ই দুয়ারেতে পূন্যি জমা কিছু।
সারাজীবন মন্দ ভালো কর্ম যত আছে,
জবাবদিহি করতে হবে উপরওয়ালার কাছে।
বিবেকবোধের মনটা নিয়ে বিবেধ ভুলে চলি।
মানবতা দিয়ে মনের পশুকে দে বলি।
মৃত্যুমিছিল জগতজুড়ে আপন থাকে দূরে,
ডাকতে গেলে তোমায় দেখে বসবে তারা ঘুরে।
শোভা রাণী ভেবে বলে ওরে পাগল মন,
আপন আপন ভাবিস যদের নয়ত আপন জন।
পরাণ পাখি উড়বে হঠাৎ যেমনি ওড়ে অলি।
বিবেকটাকে দিলি কেন নিজের হাতে বলি।।
মানবতা দিয়ে মনের পশুকে দে বলি।