আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার লালুটিয়া গ্রামে এক ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তার নাম মোহাম্মদ ইদ্রিস (২৬)। তিনি লালুটিয়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র।
(১আগস্ট) উপজেলার দোহাজারী সেইফ হেলথ ডায়াগনষ্টিক সেন্টারে রক্ত পরীক্ষার পর তার ডেঙ্গু রোগ শনাক্ত করেন চিকিৎসকরা।
দোহাজারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ সাদি বলেন, ‘মো. ইদ্রিস গতকাল দোহাজারী হাসপাতালে ভর্তি হন। আজ তার রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গু শনাক্ত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।’ বর্তমানে ইদ্রিস চমেক হাসপাতালের ১৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
ডেঙ্গু রোগী মোহাম্মদ ইদ্রিসের ভাই মোহাম্মদ রাশেদ আজাদীকে বলেন, ‘গত ৪ দিন আগে আমার ভাইয়ের জ্বর হয়। পরদিনই তাকে দোহাজারী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়। বিগত ৩ দিন ধরে বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পরও তার জ্বর না কমায় আজ চিকিৎসকের পরামর্শ ক্রমে ডেঙ্গু পরীক্ষা করি। আজ দুপুরে রক্ত পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর জানতে পারি তার ডেঙ্গু হয়েছে। দুপুরে তাকে চমেক হাসপাতালের ১৩ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়।’
এদিকে সেইফ হেলথ ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী রোপন বিশ্বাস জানান, আজ সকালে ওই রোগী তাদের ডায়গনস্টিক সেন্টারে আসেন। বেলা ১১টার দিকে তার রক্ত সংগ্রহ করে পরীক্ষা করার পর তার ডেঙ্গু শনাক্ত হয়।’
তিনি বলেন, ‘ডেঙ্গু পরীক্ষার এনএসওয়ান এন্টিজেনও বাজারে কমতি দেখা যাচ্ছে। ২শ’ টাকার এনএসওয়ান এন্টিজেন এখন ৮শ’ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।’
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.