২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বগুড়ার শিবগঞ্জে ভূমিকম্পে ফাটল দেয়াল ধসে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

admin
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২১
বগুড়ার শিবগঞ্জে ভূমিকম্পে ফাটল দেয়াল ধসে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Sharing is caring!

বগুড়ার শিবগঞ্জে ভূমিকম্পে ফাটল দেয়াল ধসে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

 

গোলাম রব্বানী শিপন,বগুড়া জেলা প্রতিনিধিঃ-

বগুড়ার শিবগঞ্জে ভূমিকম্পে মাটির তৈরী ফাটল দেয়াল ধসে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতের নাম বাপ্পি হাসান সিয়াম (১৪)। সে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের সোলাগাড়ি গ্রামের ফরহাদ হোসেনের পুত্র। এবং স্থানীয় আলীগ্রাম দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জনায়, বুধবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে, ৮টায় ভূমিকম্পে উল্লেখ গ্রামের একটি দেয়াল ফাটল ধরে।

নিহত সিয়াম বাড়ির পাশে ফাটল ঝুঁকিপূর্ন ওই দেয়াল ঘেঁষে মোবাইলে গেম খেলছিল। এসময় আকষ্মিকভাবে ওই দেয়ালটি ধসে সিয়ামের গায়ে পড়ে।

সিয়াম ওই দেয়ালের নিচে চাপা পড়ে। তার আত্মচিৎকারে এলাকাবাসী দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

শিবগঞ্জ থানার (তদন্ত) কর্মকর্তা হরিদাস মন্ডল জানান, বুধবার সকাল সাড়ে ৮ টার সময় ভূমিকম্পে সোলাগাড়ি গ্রামে সিয়ামের বাড়ির পাশের একটি দেয়াল দুর্বল হয়ে যায়।

কিন্তু সেটা কারো জানা ছিল না। ভূমিকম্পের কিছুক্ষণ পর সিয়াম ওই দেয়ালের পাশে বসে। সকাল সাড়ে ৯টার দিকে দেয়ালটি ধসে সিয়ামের ওপর পড়ে এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পায়ে তার মৃত্যু হয়। নিহত সিয়ামের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।