লালপুরে কর্মহীন পরিবহণ শ্রমিকদের মাঝে আ’লীগের উদ্যোগে ত্রাণ বিতরন
হৃদয় রাজ, লালপুর (নাটোর) থেকেঃ-
করোনা মহামারি থেকে সুরক্ষার লক্ষ্যে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে নাটোরের লালপুর উপজেলা আওয়ামীলীগ।
এ সময় অর্ধ শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরন করা হয়।
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা ট্রাক, লরি, বাস সমিতির অফিসে এ ত্রাণ বিতরন করেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারন সম্পাদক এবং লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সহ পরিবহন শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দ।
প্রকাশ কর্তৃক : ‘এডভানসড প্রিন্টং’ক-১৯/৬, রসুলবাগ,ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা - ১২১৯। ইমেইল: abhijug@gmail.com