Sharing is caring!

নিজাম উদ্দীন শিকদার,ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়ন পদ্মা মনসা ৮নং ওয়ার্ডের মিজানের ছেলে মোঃ মনির গতকালকে তাদের নতুন বাড়ি বতর্মান কালমা ইউনিয়ন চরলক্ষী ৮ নং ওয়ার্ডে,মাদক সেবনকরতে না পেরে নিজ ঘরে আর্তহত্যা করেন মনির। ঘটনা স্থলে গিয়ে যানা যায় মনির আগে থেকেই মাদক সেবন করতেন। মাদকাসক্ত হয়ে মনির কিছু দিন যাবত বরিশাল মাদক নিয়ন্ত্রণ হাসপাতালে ছিলেন। সেখান থেকে এসে কিছু দিন যাবত ভালো থাকার পরে, মনির মাতলামি শুরু করে। তারপরে সে মাদকদ্রব্য সেবন না করতে পেরে গতকাল ৩১/০৭/১৯ তারিখে তার নিজ বাড়ীতে গলায় ফাস দিয়ে আর্তহত্যা করেন, তাৎক্ষণিক এলাকার জনগন লালমোহন থানায় জানালে তাৎক্ষণিক, থানার পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য ভোলায় পাঠানো হয়। মাদক এমন একটি জিনিস যে তারা নিজের জীবন নিজে নিতেও বুক কাপে না।