গোপন ভিডিও ধারণ করে ১০ মাস ধরে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
মোঃ আরিফ হোসেন :: লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ মাস ধরে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার মোঃ রিয়াদ (২১) নামে এক যুবকের বিরুদ্ধে। এতে ওই ছাত্রী বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে অবস্থান নিলে পরিবারের লোকজন তাকে বের করে দেয়।
গত শুক্রবার (২৩ এপ্রিল) রাতে মেয়েটি নীজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যার চেষ্টা করে।
এ ঘটনায় মেয়েটির মা একই এলাকার আবদুল হক বকাউলের ছেলে মোঃ রিয়াদকে অভিযুক্ত করে বিকেলে মেয়ের মা সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেছেন।
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা জানান, গত ১০ মাস ধরে রিয়াদ মেয়েটিকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে আসছে। ৪ দিন মেয়েটি তার এক বান্ধবীর বাসায় রেখেও ধর্ষণ করে রিয়াদ। এতে মেয়ের শারীরিক পরিবর্তন নজরে এলে জিজ্ঞাসাবাদের মুখে বিষয়টি সে স্বজনদের কাছে খুলে বলে। শুধু তাই না গোপন ক্যামেরা দিয়ে অন্তরঙ্গের ছবিও তোলে রাখে রিয়াদ। কাউকে ঘটনাটি জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়। লজ্জায় মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। এঘটনায় ইউপি চেয়ারম্যানের কাছে গেলে তিনি ছেলের পক্ষ নিয়ে অপমান করার চেষ্টা করে।
এঘটনায় অভিযুক্ত রিয়াদ ও তার পিতা বাড়ীতে না থাকায় বক্তব্য নেয়া যায়নি। মেয়েটির সাথে রিয়াদের মোবাইলে সম্পর্ক ছিলো, তবে ধর্ষণ হয়নি বলে দাবি করেন তার মা শাহনাজ বেগমের দাবি।
উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান হোসেন হাওলাদার বলেন, আমার এলাকার দশম শ্রেণীর পড়ুয়া ওই মেয়েটির সঙ্গে একই এলাকার রিয়াদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে দৈহিক সম্পর্ক স্থাপন করে তা মেয়েটি বলেনি।
এবিষয়ে দফায় দফায় ইউপি পরিষদে উভয় পরিবারকে নিয়ে বৈঠকের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন।
এঘটনার গত রবিবার (২৫ এপ্রিল) রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে বলে সূত্রে জানা যায়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.