২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রিয় বিদ্যাপীঠ কেমন আছো তুমি?

admin
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২১
প্রিয় বিদ্যাপীঠ কেমন আছো তুমি?

Sharing is caring!

প্রিয় বিদ্যাপীঠ
কেমন আছো তুমি?

রুনা আক্তার

বহুদিন দেখি না তোমায়
তোমাতে আমাতে আজ বহু দূরত্ব
তোমাতে ফিরে যাবার অপেক্ষার প্রহর গুনি।

আজ বড্ড শান্ত হয়ে আছো তুমি
নেই কোন কোলাহল,
করিডোর গুলো বড্ড ফাঁকা হয়ে আছে
শিউলিতলায় নেই কারো শোরগোল।

কেমন আছে প্রিয় ক্লাস রুম
বেঞ্চ গুলো খালি পড়ে আছে,
এখন আর কেউ আসে আড্ডা জমিয়ে দেয় না ক্লাস শুরুর আগে
বোর্ডে আর আঁকা হয় না স্বপ্ন পূরনের পথ।

লাইব্রেরী টাও আজ ফাঁকা
মেধাবী ছাত্র টাও আজ বই ছাড়া,
বকুল তলায় যাই না বহু দিন
মুখরিত পুকুর পাড় টাও আজ বড্ড একা।

কত বিশাল দূরত্ব তোমাদের সাথে আমাদের
এই ক্লাসরুম, করিডোর, চত্বর,শিউলি তলা, বকুলতলা, মাঠ, পুকুরপাড়, লাইব্রেরি
তোমরাই তো আমারদের স্বপ্ন পূরনের প্রথম পথ চলা
তোমরা ছাড়া আমরা সত্যি বড্ড একা।

প্রানের ক্যাম্পাস
কেমন আছো তুমি?

তুমি ছাড়া আমি ভালো নেই
সত্যি আমি একবিন্দুও ভালো নেই।

#কেমন_আছে_প্রিয়_বিদ্যাপীঠ