২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গাইবান্ধায় ব্র্যাককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২১
গাইবান্ধায় ব্র্যাককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Sharing is caring!

 

গাইবান্ধায় ব্র্যাককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

 

মো: আ: রহমান শিপন,রংপুর বিভাগীয় ব‍্যুরো প্রধানঃ-

গাইবান্ধা জেলার সদর উপজেলায় কুপতলা ইউনিয়নের চাঁপাদাহ পাঁচজুম্মা গ্রামে রাকিবুল হাসান নামে এক ব্র্যাককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করে। রাকিবুল হাসানের বাড়ি নাটোর জেলার বাঘাতিপাড়া থানার (নাজিরপুর) গ্রামে। পিতার নাম বদর উদ্দিন।

উক্ত ব্রাককর্মী দীর্ঘ চার বছর যাবৎ চাপাদহ ব্র্যাক অফিসে কর্মরত ছিলেন। স্থানীয়রা সুত্রে জানা য়ায, চাপাদহ এলাকায় ভাড়া বাসায় পরিবার ছাড়াই থাকতেন রাকিবুল হাসান।

সকালে ঘরের দরজা বন্ধ পেয়ে বাড়ির মালিকের ছেলে তাকে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে সাড়া শব্দ না পাওয়ায় দরজার ফাঁক দিয়ে রাকিবুলের মরদেহ ঝুলতে দেখতে পায়। পরবর্তীতে এলাকাবাসির উপস্থিতিতে লাশ করেন পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

গাইবান্ধা সদর থানা অফিস ইনচার্জ, (ওসি) মাহফুজার রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।