১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি

কালিহাতীতে গর্ভবতী মায়েদের প্রসব পরবর্তী সেনেটারী নেপকিন ও শিশুদের ওয়েব টিস্যু বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২১
কালিহাতীতে গর্ভবতী মায়েদের প্রসব পরবর্তী সেনেটারী নেপকিন ও শিশুদের ওয়েব টিস্যু বিতরণ

Sharing is caring!

কালিহাতীতে গর্ভবতী মায়েদের প্রসব পরবর্তী সেনেটারী নেপকিন ও শিশুদের ওয়েব টিস্যু বিতরণ ।

 

 

মোঃ মমিন হোসেন,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদে আজ ২৬ এপ্রিল ২০২১ খ্রি. রোজ সোমবার বেলা ১১ ঘটিকার সময় বাংড়া ইউনিয়নের ১৩৩ জন গর্ভবতী মায়েদের মাঝে প্রসব পরবর্তী সেনেটারী নেপকিন ও শিশুদের ওয়েব টিস্যু বিতরণ করা হয়েছে।

বাংড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোছাঃ শাহিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার জনাব ডাঃ মোঃ মাসুদ মোরর্শেদ তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন বাংড়া ইউপি চেয়ারম্যান জনাব মোঃ হাসমত আলী নেতা, ইউপি সদস্য বৃন্দ ও বাংড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জনাব হুমায়ুন কবির, বাংড়া পরিবার কল্যান সহকারী জনাব তানিয়া খান।

এলজিএসপি-৩ প্রকল্পে এক লক্ষ্য টাকা (১,০০,০০০) বরাদ্দে অর্থ বছর ২০১৯-২০ ও বাস্তবায়ন ২০২০-২১ ইং এর মাধ্যমে এর বিতরণ কার্যক্রম করা হয়।