২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রত্যাশা ব্লাডফাউন্ডেশন এর উদ্যোগে বন্যার্ত দের মাঝো ত্রান বিতরণ(ভিডিও সহ)

admin
প্রকাশিত আগস্ট ১, ২০১৯
প্রত্যাশা ব্লাডফাউন্ডেশন এর উদ্যোগে বন্যার্ত দের মাঝো ত্রান বিতরণ(ভিডিও সহ)

Sharing is caring!

 

পুনম শাহরীয়ার ঋতুঃ জামালপুর ইাসলূম পুরে ময়মনসিংহ প্রত্যাশা ব্লাডফাউন্ডেশন এর উদ্যোগে বন্যার্ত দের মাঝে ত্রান বিতরণ করা হয়।
দেশের প্রায় অধিকাংশ জেলায় প্রাকৃতিক ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উত্তর বঙ্গের কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায় প্রাকৃতিক ভয়াবহ বন্যায় পানি বন্ধি হয়ে প্রায় লক্ষাদিক মানুষ মানবেতর জীবন যাপন করছে। দেখা দিয়েছে খাদ্য সংকট ও নানা রোগ ব্যধী। প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। প্রবল বন্যায় আর নদী ভাঙ্গনে হারিয়েছে শেষ সম্ভল বসদ ভিটা,আবাদি ফসল। গৃহ পালিত গবাদি পশু। স্কুল কলেজ,মসজিদ মাদ্রাসা সহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে হয়েছে বেপক ক্ষতি। এরি মাঝে বানভাসি দের পাশে এসে দাড়িয়েছে দেশের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন গুলি।এরি ধারাবাহিতায় ৩১ জুলাই বৃহস্পতিবার ময়মনসিংহ প্রত্যাশা ব্লাড ব্যাংক এর উদ্যোগে এবং যে সংগঠন গুলো বন্যা কবলিত মানুষের পাশে দাড়াতে সক্ষম হয়েছে..

১,সোনার বাংলা গড়ার লক্ষে
২,প্রত্যাশা ফাউন্ডেশন
৩,স্বেচ্ছাই রক্তদানে মুক্তাগাছা
৪,রক্তদানে আমরা ময়মনসিংহ
৫,ক্রাউন অফ হিউমিনি বাংলাদেশ

এই সেচ্ছাসেবী সংগঠন গুলি থেকে জামালপুর ইসলামপুরে প্রাকৃতিক বন্যায় নিশ্য হয়ে যাওয়া ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার, সেলাইন,ও ঔষধ সহ নগত অর্থ প্রধান করা হয়। এবং প্র্ত্যাশা ব্লাড ব্যাংক এর সাথে জড়িত কিছু তরুণ তরুণীদের অমানবিক আত্ব প্রচেষ্টায় এই মহান উদ্যোগ
।এবং প্র্ত্যাশা ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে বন্যার্ত দের পাশে দাড়াতে দেশের বৃত্তবানদের প্রতি আহবান জানান আজকের এই তরুন প্রজন্ম।