দিনাজপুরের পার্বতীপুরে খাস জমির জন্য জীবন গেল মাহাবুবার রশিদের
মোঃ জসিম উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ-
দিনাজপুরের পার্বতীপুরে খাস জমির জন্য জীবন দিতে হলো মাহবুবার রশিদ কে।
গতকাল উপজেলার মরা নদীর খাস জমির দখল ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মাহাবুবার রশিদ (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আহত হয়েছেন নিহতের দুই ছেলে ও এক ভাই।
এ রিপোর্ট লেখার সময় রবিবার বেলা ৪ টা পর্যন্ত নিহতের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার বাড়িতে এসে পৌছায়। নিহতের ভাই মোঃ মাহাফুজ বলেছেন, মরদেহের জানাযা ও সমাহিতের পর মামলা দায়ের করা হবে।
পার্বতীপুর উপজলার বেলাইচন্ডী ইউনিয়নের বালুচর কুটিপাড়া গ্রামর মরা নদী করতােয়ার দক্ষিনপাড়ে খাস জমিতে গত শুক্রবার সকাল ৮ টায় একটি ঘর তৈরীর চেষ্টা করে মাহাফুজ নামের এক ব্যক্তি।
এসময় ফেরদৌস ও তার পক্ষের লােকজন প্রতিপক্ষের ওপর হামলা করে। এতে মাহাবুবার রশিদ, মাহাফুজ, মােস্তাক ও রবিউল ইসলাম আহত হন।
এর মধ্যে মাহাবুবার রশিদ গুরুতর আহত হওয়ায় তাকে পাশের কুন্দল হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।
অন্যদিক মাহাবুবার রশিদের মৃত্যুর খবর পাওয়ায় হামলাকারী ফেরদৌস, তার স্ত্রী ও ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে পার্বতীপুর উপজলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ বলেন, গত শনিবার ঘটনাস্থল পরিদর্শন করছি। প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এদিকে, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মােখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযােগ পেলে তদন্ত সাপক্ষে দােষীদের আইনর আওতায় আনা হবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.