Sharing is caring!
পূবাইলে পোশাক শ্রমিক এক নারী কে জোরপূর্বক ধর্ষণ
রবিউল আলম, স্টাফ রিপোর্টার-গাজীপুরঃ-
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার মিরের বাজারে বাসায় পৌছানোর কথা বলে পরিত্যক্ত বাথরুমে নিয়ে স্থানীয় একজন নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে।।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত ধর্ষক সোহেল পূবাইলের ৪২ নং ওয়ার্ডের চাঁন্দের আটি এলাকার জয়নাল আবেদীনের ছেলে।সে নাকী প্রায় সময়ই স্থানীয় থানা পুলিশের গাড়ি চালকের ডিউটি করতো বলে জানা গেছে।
শনিবার (২৪ এপ্রিল) সকালে ভিকটিম বাদী হয়ে ভাড়ায় চালিত প্রাইভেট কার চালাক ১৪ বছর বয়সের এক কন্যা সন্তানের জনক ধর্ষক সোহেলকে (৩২) আসামি করে পূবাইল থানায় একটি ধর্ষণ মামলা করেছন।
মামলার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার এস আই জান্নাতুল ফেরদৌস যুগান্তরকে জানান, ভিকটিমের সাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতার হয়নি।
মামলা ও ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পূবাইলের তালটিয়া এপিএস গার্মেন্টস ছুটি হওয়ার পর ভিকটিম পায়ে হেঁটে মিরের বাজার নিজের ভাড়া বাড়িতে ফিরতে ছিলেন।
ওৎ পেতে থাকা সোহেল তালটিয়া রানা সিএনজি পাম্পের সামনে বাসায় পৌঁছাতে ফুসলিয়ে গাড়িতে (ঢাকা মেট্রো গ-৭০৩০) তুলেন।
গাড়িতে করে ভাদুনে অবস্থিত ভিবিন্ন সুটিং স্পটে ঘুরিয়ে ভিকটিমের বাসার সামনে জামালের চা দোকানের সামনে নামিয়ে দেন।পরে ভিকটিমের পিছু নিয়ে বাড়ির গেটের সামনে আসেন ।
কিন্তু বাসায় প্রবেশের আগেই বাসার বিপরীতে থাকা আজগর প্রফেসরের পরিত্যক্ত বাসার বাথরুমে নিয়ে মুখে কাপড় দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ওই সোহেল ।
ধর্ষিতা ওই নারী ছাড়া পেয়ে তার বাড়ির কেয়ারটেকার জামাল ও অন্য গাড়ি চালক বিল্লালকে একই সময়ে ঘটনা জানালে তাদের সহ্যোগিতায় পূবাইল থানায় গিয়ে মামলা করার জন্য আবেদন করেন। অনেক জল্পনা কল্পনা শেষে ঘটনার একদিন পর শনিবার সকালে মামলা নিলেন পুলিশ।