গোয়াইনঘাট শিমুল তলাগ্রামে ৬১ লাখ টাকা ব্যয়ে নির্মিত গুচ্ছ গ্রাম পরিদর্শন
ইব্রাহীম আলী, নিজস্ব প্রতিবেদকঃ-
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের শিমুল তলাগ্রামে গুচ্ছগ্রাম পরিদর্শন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। ২১ এপ্রিল (২০২১) বুধবার বিকাল ৫ টায় রধানমন্ত্রীর উপহার "গুচ্ছগ্রাম প্রকল্পের" আওতায় উপজেলার শিমুলতলায় সরকারের প্রায় ৬০ লক্ষ টাকা এবং মাটি ভরাট বাবত প্রায় ৯৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গুচ্ছ গ্রাম প্রকল্প পরিদর্শনসহ পরিবারগুলোর সাথে মতবিনিময় এবং তাদের সাথে ইফতার করেন।
উপকারভোগী পরিবারগুলো ঘর পেয়ে অত্যন্ত খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে তারা ধন্যবাদ জানান। সরকারের দেওয়া এ গুচ্ছগ্রামে ৪০ টি পরিবারের জন্য ৪০ টি ঘর, ৪০ টি টয়লেট,১ টি কমিউনিটি হল রয়েছে এবং পরিবারগুলো ইতোমধ্যে চাবি গ্রহণ করে বসবাস শুরু করেছে। বর্তমানে ১ টি নলকুপ এবং ১টি গোছলখানা নির্মাণ কাজ চলমান রয়েছে।
উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ গোয়াইনঘাটে এমন একটি প্রকল্প বাস্তবায়িত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় মন্ত্রী ইমরান আহমদ এমপি'র প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, উপজেলার পূর্ব জাফলং, পশ্চিম জাফলং লাবু গ্রামে ও নন্দিরগাঁও ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন হওয়ার অপেক্ষায় রয়েছে। রুস্তমপুর বীরমঙ্গল হাওরে আরো প্রায় ৮৯ টি সরকারি ঘরের নির্মাণ কাজ চলছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বসবাসকারী ভুমিহীন পরিবারের সাথে কথা বলেন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি জানান সরকার ভুমিহীনদের বসবাসের লক্ষে আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম, আশ্রয়ন সহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এরই ধারাবাহিকতায় আপনাদের প্রতি পরিবারকে জমি বন্দোবস্ত সহ গৃহ নির্মান করে দিয়েছে সরকার। এই গৃহ এখন আপনাদের তাই এর যত্ন করে রাখার দায়িত্ব আপনাদের। তিনি গুচ্ছগ্রামে বসবাসকারীদের উদ্দেশ্যে বলেন,আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্রপাল ছানা এবং দপ্তর সম্পাদক মুজিবুর রহমান।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.