২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সেই দিনের বিকেলে টা – মোঃ শামীম ইসলাম

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২১
সেই দিনের বিকেলে টা – মোঃ শামীম ইসলাম

Sharing is caring!

সেই দিনের বিকেলে টা

মোঃ শামীম ইসলাম

মেঘাছন্ন আকাশে ভানু লুকিয়ে মেঘের আড়ালে
জানিনা আজ কি রহস্য মনে ফেঁপে উঠছে নিরবে
মন যেন আজ ভেজাজলে উষ্ণতার আস্শ্বাস
নিস্তব্ধ ধরায় এই মন শুন্যে অনুভূতির অবকাশ।

নিরবে ধুকে্ ধুকে্ মরে প্রকৃত মন সাধক বার মাস
রহস্য উদঘাটন হয়নি তবুও রয়েছে একটি আশংকা
ও ও সেদিনের সেই বিকালটা।

বহুকাল বহুদিন হইল বৎসরের ইতি
আজও মনে রইল সেই বিকালের প্রকৃতির সৃতি।

মেঘের ভেলা হইল শেষ, উঠিল গগনে রংধনুর সাজে
মনে কোণে মোড়ল দিয়ে ওই রহস্য রইলাম নিরবে,
রংধনুর সাজে গগন দেখিনু ভিন্নতা রুপে নতুনভাবে
আজি বজ্র কণ্ঠে ডাক্ দিচ্ছিল পশ্চিম গগনে।

প্রকৃতির রুপে মন আজ হয়েছে উদাস
নব রুপ এই ধরণীর যেন কোন এক অবকাশ।

কানণে ফুলের শুভাকাঙ্ক্ষীরা প্রস্তুত মধু আহরনে
হয়ত বা আমি প্রকৃতির মায়াজালে মুগ্ধতা নির্জনে।

 

(( সংক্ষীপ্ত))