৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৬ হিজরি

নাগরপুরে ৭ জুড়ারী গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০১৯
নাগরপুরে ৭ জুড়ারী গ্রেফতার

Sharing is caring!

 

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ।

উপজেলার মামুদনগর বাসস্ট্যান্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে
নাগরপুর থানার এস. আই ইদ্রিস অালীর নেতৃত্বে এ.এস.আই রাসেল,এ. এস.আই শংকর,এ. এস. আই আনিস সংগীয় ফোর্স সহ জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়ীকে আটক করে।

গ্রেফতারকৃতরা হল মামুদনগর গ্রামের হাসান আলীর ছেলে১. সুজন আলী(৩২), ২.সাটুরিয়া উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে ফারুক(২৩), ৩.ধামরাই উপজেলার আমির উদ্দিনের ছেলে সুমন আলী(৩২), ৪.মৃত তোতা মিয়ার ছেলে টিটু মিয়া(৪৩), ৫.জামালের ছেলে খোকন(৪৩), ৬.ভম্বলের ছেলে নিরঞ্জন সাহা(৩০), ৭.শিবপুর উপজেলার সাহাজ উদ্দিন এর ছেলে সেলিম(৩০)।

আজ বুধবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রজু করে বিজ্ঞ টাংগাইল জেলা আদালতে প্রেরন করা হয়।