বগুড়ায় পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে মোটরসাইকেলসহ গ্রেফতার
শাহজাহান আলী,স্টাফ রিপোর্টার (বগুড়া):
বগুড়ার শেরপুর উপজেলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২০ এপ্রিল ( মঙ্গলবার) দুপুরে বগুড়ার শেরপুরে থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ এপ্রিল সন্ধ্যায় শেরপুর উপজেলার কুসিম্বী ইউনিয়নের কেল্লাপোষী বাজার নামক স্হানে প্রথমে অভিযান চালানো হয়।
এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বিপ্লব ওরফে শিলু (২৬) কে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তার হেফাজতে থাকা চোরাই একটি বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে বিপ্লব ওরফে শিলুর দেওয়া তথ্য অনুযায়ী গত ১৯ এপ্রিল সোমবার সকাল থেকে পরদিন ভোররাত পর্যন্ত পাশের ধনুট উপজেলার গুজিয়াবাড়ী ও সিরাজগঞ্জ সদর উপজেলার কড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করার সময় আরেকটি চোরাই বাজাজ মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের আরও ০২ সদস্যকে আটক করা হয়।
গ্রেফতারকৃত পরের দুইজন হলো- ধনুট উপজেলার গুজিয়াবাড়ী গ্রামের আব্দুল আলিমের ছেলে শরিফুল ইসলাম ওরফে শরীফ
(৩৬) ও সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িবাড়ী গ্রামের শাহ আলমের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ বলেন,গেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু অন্তে আজ মঙ্গলবার বিকালে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাশাপাশি তাদের দেওয়া তথ্য অনুযায়ী আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.