বয়স যখন আঠারো
---- মো মমিন হোসেন ----
আমার বয়স যখন আঠারো
চলেছে মনে রঙের ছোঁয়া।
তৃষ্ণানাত্বের জন্য দিল আত্মাহারা!
একলা পাইনা যে সুখের দেখা৷
কারো বা মনে লেগেছে যৌবনের দোলা।
বয়স যখন আঠারো লাগে না কিছু ভালো!
চলছে মনের মাঝে উথাল-পাতাল ঢেউ
বইছে যে এক নতুন গৌরী আবহাওয়া।
একলা ঘরে মন বসে না চলছে পথ ভোলা!
কেউবা ঘুরছে দেশ-দেশান্তে আপন মন নিয়া।
বন্ধু বান্ধব জিগ্যেস করলে বলে যে ভাল্লাগে না!
ওমা এ যেন কেমন রোগ প্রতিকার নাহি পাই খোঁজে ।
যমুনা নদীর পার থেকে খাদেমুল কয়-
আঠারো বয়স নিয়ে আছি বড় যন্ত্রণায়!
মমিন ভাই এর কি কোন প্রতিকার নাই?
মনে স্থানে রাখিলে মন ও করিলে যতন
লাগবে না বয়স আঠারো'র ছোবল।
উদাসীন ভাবনা ছেড়ে করো সাহিত্য রচন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.