Sharing is caring!
বয়স যখন আঠারো
—- মো মমিন হোসেন —-
আমার বয়স যখন আঠারো
চলেছে মনে রঙের ছোঁয়া।
তৃষ্ণানাত্বের জন্য দিল আত্মাহারা!
একলা পাইনা যে সুখের দেখা৷
কারো বা মনে লেগেছে যৌবনের দোলা।
বয়স যখন আঠারো লাগে না কিছু ভালো!
চলছে মনের মাঝে উথাল-পাতাল ঢেউ
বইছে যে এক নতুন গৌরী আবহাওয়া।
একলা ঘরে মন বসে না চলছে পথ ভোলা!
কেউবা ঘুরছে দেশ-দেশান্তে আপন মন নিয়া।
বন্ধু বান্ধব জিগ্যেস করলে বলে যে ভাল্লাগে না!
ওমা এ যেন কেমন রোগ প্রতিকার নাহি পাই খোঁজে ।
যমুনা নদীর পার থেকে খাদেমুল কয়-
আঠারো বয়স নিয়ে আছি বড় যন্ত্রণায়!
মমিন ভাই এর কি কোন প্রতিকার নাই?
মনে স্থানে রাখিলে মন ও করিলে যতন
লাগবে না বয়স আঠারো’র ছোবল।
উদাসীন ভাবনা ছেড়ে করো সাহিত্য রচন।