Sharing is caring!
হরিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সাকিব আহমেদ,হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে:
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে মানিকগঞ্জের হরিরামপুরের এক দোকানদার এবং ফসলি জমি থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কাটায় আরেকজনকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে ঝিটকা বাজারের হাসি সুপার মার্কেটের আলিফা ক্লথ স্টোরের মালিক সাইফুল ইসলামকে ১ হাজার এবং উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকায় হাসান নামের আরেকজনকে ৩০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
জানা যায়, উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ঝিটকা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এ সময় ম্যাজিস্ট্রেট আসছে এমন খবরে বাজারের যেসকলদোকান খোলা ছিলো তা বন্ধ করে সটকে পড়েন অনেক দোকানদার বলেও জানা গেছে ।
তবে এসময় সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় সাইফুল ইসলাম নামের এক দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এছাড়া ফসলি জমি থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কাটায় হাসান নামের আরেকজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঝিটকা বাজারে স্বাস্থ্য বিধি না মেনে এবং সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় সাইফুল ইসলাম নামের এক দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফসলি জমি থেকে মাটি কাটায় আরেকজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।