২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

হরিরামপুরে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২১
হরিরামপুরে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪

Sharing is caring!

হরিরামপুরে দুই মাদক কারবারিকে আটক
করেছে র‌্যাব-৪

 

সাকিব আহমেদ,হরিরামপুর (মানিকগঞ্জ) থেকেঃ-

মানিকগঞ্জের হরিরামপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে সোহেল (২০) ও সোহান (২২) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) মানিকগঞ্জ সিপিসি।

সোমবার (১৯ এপ্রিল) রাত পৌঁনে এগারোটায় উপজেলার বোয়ালি বাবুরহাট গ্রাম থেকে অভিযান চালিয়ে দেড়শ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত সোহেল ঢাকার নবাবগঞ্জ উপজেলার পশ্চিম সোনাবাজু গ্রামের মো. আকসার বেপারির ছেলে এবং সোহান , হরিরামপুর উপজেলার বাবুরহাট গ্রামের মো. মোস্তাক বেপারির ছেলে।

র‌্যাব-৪ মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি উনু মং জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের হরিরামপুর থানার বোয়ালিয়া বাবুরহাট গ্রাম থেকে অভিযান চালিয়ে দেড়শ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।