সুনামগঞ্জের ছাতকে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৪০
মোঃ এ. আর. ছায়েম,ক্রাইম রিপোর্টোরঃ- ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ১০জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
সোমবার (১৯এপ্রিল) দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামে দু'পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গ্রামের মসজিদে জুম্মার নামাজ আদায় করতে লাইনে দাঁড়ানো নিয়ে মসজিদে কথা কাটা-কাটি হয় সাউদেরগাঁও গ্রামের মৃত কলমদর খানের পুত্র দৌলত খান ও মৃত রশিদ মিয়ার পুত্র আজাদ মিয়ার মধ্যে।
এ নিয়ে গ্রামে উভয় পক্ষের লোকজনের মধ্যে গত তিনদিন ধরে উত্তেজনা বিরাজ করে আসছিল।
সোমবার সকালে এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ দু'পক্ষের অন্তত ৪০ ব্যক্তি আহত হয়।
গুরুতর আহত মরম আলী, লিটন মিয়া, সায়েদ মিয়া, দৌলত খান, ওলাছ খান, সুজন খান, আলী নূর, রনিছা বেগম, সুয়েব খান ও গয়াছ খানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মহিব উদ্দিন, গৌছ আলী, সিদ্দিক মিয়া, মনির উদ্দিন,জুনেদ খান, আখলুছ মিয়াসহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.