'' বোকা ছেলে ''
----- মোঃ মমিন হোসেন -----
কোথায় ছিলাম? কোথায় চললাম?
ভাবিতেছি বসিয়া,ভাবিতে ভাবিতে
কখন যেন যাবো আমি মরিয়া !
দেহে থাকিতে নিশ্বাস করিও বিশ্বাস।
করি নি তো আমি মিথ্যে ছলোনা।
সত্যি টা কেন তুমি বুঝ না?
বুঝবে সেদিন থাকবো না যেইদিন!
ওগো, কবি তো আমি নই।
একাকিত্বের অনুভূতিই আমাকে কবিতা লিখায়,
যতক্ষণ রবে এই দেহে প্রাণ,
ভুলবো না তোমার ঐ ছোট্ট নাম!
আছো যে তুমি মিশে প্রতিটি ক্ষনে,
আছো মিশে মোর কল্পনার ছলে।
তাই তো পারি না ভুলতে তোমায়,
কি হবে শেষে পরিনতি এই বোকা'টার!
সত্যিই যদি বুঝতে মোর অনুভূতি,
তাহলে কি হত আমার এই করুন পরিনতি!
একাকিত্ব আর হাসি মুখের আড়ালে,
রয়েছে সেই তীব্র যন্ত্রণার ব্যাথা!
বিদায় বেলায় বলতে চাই তোমাকে,
স্মৃতিটুকু ভুলে থেকো গো সুখে!
হবে না গো এই বোকার সাথে,
তোমার মিলন নিষ্ঠুর এই পৃথিবীতে!
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.