২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

” বোকা ছেলে ” —– মোঃ মমিন হোসেন

admin
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২১
” বোকা ছেলে ” —– মোঃ মমিন হোসেন

Sharing is caring!

” বোকা ছেলে ”

—– মোঃ মমিন হোসেন —–

কোথায় ছিলাম? কোথায় চললাম?
ভাবিতেছি বসিয়া,ভাবিতে ভাবিতে
কখন যেন যাবো আমি মরিয়া !

দেহে থাকিতে নিশ্বাস করিও বিশ্বাস।
করি নি তো আমি মিথ্যে ছলোনা।
সত্যি টা কেন তুমি বুঝ না?
বুঝবে সেদিন থাকবো না যেইদিন!

ওগো, কবি তো আমি নই।
একাকিত্বের অনুভূতিই আমাকে কবিতা লিখায়,
যতক্ষণ রবে এই দেহে প্রাণ,
ভুলবো না তোমার ঐ ছোট্ট নাম!

আছো যে তুমি মিশে প্রতিটি ক্ষনে,
আছো মিশে মোর কল্পনার ছলে।
তাই তো পারি না ভুলতে তোমায়,
কি হবে শেষে পরিনতি এই বোকা’টার!

সত্যিই যদি বুঝতে মোর অনুভূতি,
তাহলে কি হত আমার এই করুন পরিনতি!
একাকিত্ব আর হাসি মুখের আড়ালে,
রয়েছে সেই তীব্র যন্ত্রণার ব্যাথা!

বিদায় বেলায় বলতে চাই তোমাকে,
স্মৃতিটুকু ভুলে থেকো গো সুখে!
হবে না গো এই বোকার সাথে,
তোমার মিলন নিষ্ঠুর এই পৃথিবীতে!