২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

‘হাইকোর্টের নজরে আনার আপনি কে?’

admin
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২১
‘হাইকোর্টের নজরে আনার আপনি কে?’

Sharing is caring!

‘হাইকোর্টের নজরে আনার আপনি কে?’

 

অভিযোগ ডেস্কঃ রাজধানীতে পরিচয়পত্র দেখতে চাওয়ার জের ধরে পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এক নারী চিকিৎসক। রোববার (১৮ এপ্রিল) ওই নারীর আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনা সোমবার (১৯ এপ্রিল) হাইকোর্টের নজরে আনা হলে, আদালত আইনজীবীকে প্রশ্ন করেন, ‌‘আপনি কে? যদি আসতে হয়, উনি (ডাক্তার) আসবেন। তখন দেখা যাবে।’

সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন। আইনজীবী ইউনুছ আলী আকন্দ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, মুভমেন্ট পাস নিয়ে রোববারের ঘটনাটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সোমবার তিনটি পত্রিকা আদালতে উপস্থাপন করেছিলাম। জনস্বার্থে এই ঘটনা আদালতের কাছে উপস্থাপন করছি। পরে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ বলেন, যেহেতু বিষয়টি ডাক্তার নিজেই চ্যালেঞ্জ করেছেন। আদালতে আসতে চাইলে সংক্ষুব্ধ ব্যক্তিকে আসতে হবে।’

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দেশব্যাপী চলমান সর্বাত্মক লকডাউনের ৫ম দিন দুপুরে এলিফ্যান্ড রোডে ওই চিকিৎসকের গাড়ি থামিয়ে পরিচয়পত্র দেখতে চান পুলিশ সদস্যরা। এতে ওই চিকিৎসক ক্ষোভ প্রকাশ করে পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটকে তুই-তুকারি করতে থাকেন। নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা ওই নারী পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘তুই মেডিকেলে চান্স পাস নাই, তাই তুই পুলিশ। আমি চান্স পাইছি তাই আমি ডাক্তার।’