বরষার জলছবি
রোখশানা রফিক
-------------------
নিঃসঙ্গতার ঘোরে একলা ডাকে ডাহুকী। ছপছপ পদ্মপাতায় আলতো পায়ে হেটে যায় আলো-আঁধারীর জলছাপে। কিন্নরী পদ্মে রাঙা ফড়িংয়ের পাখায় পাখায় গুঞ্জন। ক'ফোটা বৃষ্টি ঝরে দামাল মাতাল মেঘের বুক থেকে। নীপবনে কদমবীথির শাখায় শাখায় মৃদু সৌ্রভ। ফুলদল চোখ মেলে চেয়ে দেখে বর্ষা্রাণীর রূপের সৌ্ম্য স্নিগ্ধতা।
পেলব কোমল কদম কেশরে ছুঁয়ে যায় বৃষ্টির শিহরণ। জংলা লতায় কচুর পাতায় একফোটা টলটলে জল নিমেষেই হারায় ক্ষনস্থায়ী সুখের আয়ুষ্কাল। তবু বিরহিনী পথ চেয়ে দিন গোনে,
এবার বর্ষা শেষে শরতের নীলাকাশ ছায়া ফেলবে কাশফুল ঘন নদীতীরে। উজানের নাও বেয়ে ভাটির দেশের মাঝি নৌকা ভিড়াবে কদমতলীর বাঁকে।।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.