Sharing is caring!
পৃথিবী মেয়ে
—**–**—
রোখশানা রফিক
আনমনা দিনের প্রান্ত জুড়ে দীঘল পীচঢালা সড়কের পাশে পাশে সরসর এলোমেলো উড়ে বেড়ায় ঝরা পাতার প্লাটুন। শীত এলো বলে ওই।
ওগো শীতার্ত পৃথিবী মেয়ে, এসো তুমি আমার ওম ওম চাদরের মায়ার অাঁচলে। বড় ভালোবাসার তুমি।
দাঁড়িয়ে থেকো না অার চৌরাস্তায় ঝোড়ো হাওয়ায়, কিংবা পাইন বনে কাঁপন তোলা বরফ শীতল বাতাসের মাতলামোতে।
বেয়াড়া হাওয়াকে আজ বাঁধবো অামি ফায়ারপ্লেসের উষ্ণতায়। আগুনের ফুলকি নাচন যখন ধাঁধিয়ে দেবে ওর অশান্ত চোখের পলক, ঠিক তখনই লুকিয়ে রাখবো তোমায় আমি আমার গোপন চিঠির ফুলতোলা বাক্সে, না বলা দুঃখকথার বিনিসুতোর মালায়।