Sharing is caring!
” স্বপ্নে তুমি “
☞ মো মমিন হোসেন
রোজ স্বপ্নের ঘরে খোঁজে পাই তোমাকে
প্রভাতের সেই শুষ্ক আবহাওয়ার ছলে
আনমনে হারিয়ে যাই কল্পনাতে,
কেমন করে করেছো গো পাগল!
স্বপ্নেও যে তোমাকে, পারি না ভুলে থাকতে!
স্বপ্নে মুছে যাক সকল গ্লানি,
ঘুচে যাক সকল জল্পনার জরা,
আগ্নি স্লানে সূচি হোক নবধরা।
নদীর ঐ স্রোতে দুঃখ যাক নিপাত ।
স্বপ্ন হোক স্বার্থক রইলো যে প্রত্যাশা
ভবে কষ্টে কাটে দিন রজনী,
স্বপ্নের বিভরে তোমারি পরশে যাইযে ভুলে,
আমার কষ্টের কঠিন অনুশীলনী।
বৈশাখের এই প্রকৃতির মাঝে-
রোজ রজনীতে তোমার ভাবনায়
নিত্য নতুন স্বপ্নে আমার দিন চলে যায়।