Sharing is caring!
হরিরামপুর স্বাস্থ্যবিধি না মানায় নয়ারহাট বন্ধ
সাকিব আহমেদ, হরিরামপুর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী নয়ারহাটে (কোকরহাটি) সরকারি বিধিনিষেধ অমান্য করে হাট বসেছে।
প্রত্যেক রোববার উপজেলার বলড়া ইউনিয়নের এ হাট বসে। স্বাভাবিক সময়ে হরিরামপুর উপজেলার পাশাপাশি সদর উপজেলা, ঢাকার দোহার, নবাবগঞ্জ উপজেলার লোকজনও এখানে হাট করতে আসে। আজ রোববার ও স্বাভাবিক সময়ের মতো হাটে উপচে পড়া ভিড় দেখা গেছে ।
প্রশংগত, হাট বাজার বসার ক্ষেত্রে খোলা জায়গায় দূরত্ব মেনে বসার নির্দেশনা থাকলেও নয়ার হাটে তা মানা হয়নি। জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এসে হাট বন্ধ করে দেন।
জানা যায়, প্রায় ৪ – ৫ হাজার লোকের সমাগমে সকাল থেকেই জমে উঠেছে নয়ার হাট। অধিকাংশ ক্রেতা বিক্রেতা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেননা। অনেকের মুখেই মাস্ক নেই।
হাটে আসা রত্নদিয়া গ্রামের শাহাজদ্দি জানান, হাট বন্ধ বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি। কোন ঘোষনা না দেয়ায় তিনি একটি ছাগল কেনার জন্য হাটে এসেছেন।
নয়ারহাট বাজার কমিটির সভাপতি মহিউদ্দিন (মহিদ) জানান, বর্তমানে হাট কমিটি না থাকায়, ইজারাদাররা এ হাট পরিচালনার দ্বায়িত্বে আছেন তবে বাজার কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে।
এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নয়ারহাটে অভিযান পরিচালনা করে দেখা যায় স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধিনিষেধ অমান্য করে হাট পরিচালনা হচ্ছে পরবর্তীতে আজ হাট বন্ধ করে দেয়া হয়েছে।