১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

কুমিল্লা জেলা বাসি শোক সইতে পারছে না

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২১
কুমিল্লা জেলা বাসি শোক সইতে পারছে না

Sharing is caring!

কুমিল্লা জেলা বাসি শোক সইতে পারছে না।

 

মোঃ ইকবাল মোরশেদঃ

সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি, সাবেক আইন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সিনিয়র এডভোকেট জনাব আব্দুল মতিন খসরু এমপি গতকাল বিকাল ৪:৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন,

বিষেশ করে আওয়ামী প্রেমিক ও মজিব আদর্শের দেশ প্রেমিক ভাইবোনেরা শোক সইতে পারছে না পারবেনা কারণ,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করে আইন করে গিয়েছিল বঙ্গবন্ধুর হত্যার বিচার বাংলার মাটিতে কখনো হবে না কিন্তু একুশ ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে খুনিরা যান্ত্রনা,
আল্লাহপাক ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিল ১৯৯৬ সালের একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল,

সেই খুনি মোস্তাক জিয়া সংসদে বিল পাশ করে আইন করে গিয়েছিল যাহার মুল ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার কোনদিন করা যাবে না আইন করে গিয়েছিল,

তাই বঙ্গবন্ধুর হত্যার বিচার করার জন্য সে বিলের সংশোধন বিল এনেছিল এই সাবেক আইন মন্ত্রী আমির খসরু ভাই,

বঙ্গবন্ধুর হত্যার বিচারের পথ পরিষ্কার করেছিল আমির খসরু ভাই যার উছিলায় বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে ফাঁসি হয়েছে আরো বাকি আছে,

তাই বাংলার মানুষ ভুলতে পারছে না ওনাকে আমিল খসরু ভাই ছাএলীগ নেতাদের মধ্যে মাঠ কাপানো তুখোড় ছাত্রনেতা ছিলেন,

ছাত্র নেতা কালীন বঈবন্বুর খুব অতি কাছের মানুষ ছিলেন ছাত্রনেতা ছিলেন,

আজ কুমিল্লা জেলার বুড়িচং বাঁশি উনার শোক সইতে পারছে না,শুধু বলছে খসরু ভাইয়ের ওসিলায় বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে খুনিরা আজও বেঁচে আছে তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যারা বেঁচে আছে তাদেরকে অনতিবিলম্বে যাহারা পালিয়ে আছে তাদেরকেে রাষ্ট্রীয়ভাবে ধরে এনে রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছে,

তাহলে খসরু ভইয়ের আত্মা শান্তি পাবে ইনশাআল্লাহ জয়বারংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফেত।