২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

“মেস লাইফ” — ইয়াছিন আরাফাত

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২১
“মেস লাইফ” — ইয়াছিন আরাফাত

Sharing is caring!

“মেস লাইফ”

— ইয়াছিন আরাফাত —

এক রুমেতে গাদাগাদি মেস লাইফে ভাই,
কার জিনিস কোন খানে ঠিক ঠিকানা নাই।

এ-র জিনিস ও-নেয় ও-র জিনিস এ,
এভাবেই চলেরে ভাই মেস লাইফ যে।

একটু হাসি,একটু খুশি,একটু খানি গান,
কেউবা আাবার করে অনেক রাগে-অভিমান।

মাসের প্রথম ভালই চলে বিপদ হয় শেষে,
ধার দেনাতে জরজরিত চলে হিসেব কষে।

এক সাথে করে ভ্রমণ দেখে সিনেমা,
সবার সাথে এত মিল হয়না তুলনা।

একজনের বিপদ হলে অন্য সবাই আসে,
এভাবে চলে ভাই সবাই মিলেমিশে।

সন্ধ্যা হলেই আড্ডাবাজি চলে সারারাত,
কেউবা আবার তাড়াতাড়ি ঘুমে
কুপোকাত।

থাকুক যতই সমস্যা আর অভিমান,
মেস লাইফের সুখের স্মৃতি
থাকবে যে অম্লান।