ভুলের মাঝে বসত
>>> শোভা রাণী বিশ্বাস <<<
পঞ্চভূতের শরীর নিয়ে মিছে বড়াই করো,
স্বপ্নে আকাশ ধরো।
বিলাশবহুল গাড়ি দিয়ে ঘরখানাতে ভরো।
শূন্য হাতে এসেছিলে এই দুনিয়ার পর,
স্বপ্ন দিয়ে ঘর,
বিবেকটাকে হারিয়ে তুমি ছুটলে জীবনভর।
তোমায় যারা করল বড় আপনজনা মিলে,
যেমনি ছোটে চিলে।
এমন বড় করলো যেন সবটা খাবে গিলে।
রক্তটুকু পানি করে করলো বড় যার,
বৃদ্ধ কালের ভার,
সময়মত বুঝিয়ে দিলো আপন তুমি কার।
হরেক রকম আসবাবেতে ঘরখানিতে ভরা,
দেখতে মনোহরা,
বৃদ্ধ মা-বাপ তোমার ঘরে হয়ে আছে জ্বরা।
তোমায় সুখে রাখতে যাদের ভাবনা ছিল খুব,
কষ্টে দিয়ে ডুব,
তারাই আজি তোমার ঘরে খাচ্ছে নাকে চুব।
আপন ভেবে রাখছো যাদের বুকের মাঝে করে,
সারাজীবন ধরে,
ভুলের মাঝে বসত করে রইলে জনম ভরে।
আপন শুধু একজনা যে এই জগতের পর,
ভুললে জীবনভর,
সে জনা যে বসত করে সবার হৃদয় ঘর।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.