অপরাধী
✒ শোভা রাণী বিশ্বাস 📜
বিশ্ব পিতা একটি কথা আজকে বলি,
তোমায় ভুলে আপনা নিয়ে যতই চলি।
অপরাধের পাহাড় নিয়ে আছি সুখে,
সন্তানেরে ফেলোনা যে বিপদমুখে।
অবুঝ হিয়া শুনবে না যে কোন বারণ,
সঠিক পথে ফিরাও দিয়ে তৈরি কারণ।
অধরা সব স্বপ্ন ঘোরে বাউল মনে আজ,
ছন্নছাড়া তোমায় খোঁজে মাতাল মনরাজ।
আপনা ভেবে আগলে রাখে যাদের হিয়া,
তোমায় ভুলে খেলায় আমায় মায়া দিয়া।
সঠিক পথে চলতে হোঁচট খাচ্ছি শেষে,
পারছি না যে ফিরতে পথে বীরের বেশে।
মায়ার বেড়ি আকড়ে রাখুক আমায় যত,
ডাকতে তোমায় চাইগো পিতা অবিরত।
মিছে মায়ায় পড়ে আছি তোমায় ভুলে,
পারের কড়ি দিয়ে আমায় নিও তুলে।
স্বার্থহেতু ভালোবাসে কাছের জনা,
দিচ্ছি যতই ভাবটা থাকে অন্যমনা।
বৃথাই জীবন কাটল আমার থেকে ভ্রমে,
ক্ষয় হলো যে আয়ু সকল পন্ড শ্রমে।
অপরাধে পাহাড় জমা হৃদয়খানি,
চোখদুটোতে জমে ছিল মায়াছানি।
হে দয়াময় কৃপা করো অভাগারে,
সঠিক পথে পৌছে দিও পরপারে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.