Sharing is caring!
সময় নেই!
রোখশানা রফিক
—————-
আজকাল আমাদের সময় নেই ,
কারো জন্য কারো হাতে কোনো
সময় নেই!
আমরা বড় বেশি বিজি…
অফিসের ৯ টা/ ৫ টা আছে না?
তারপর মোবাইল, টিভি, ফেসবুক,
টুইটার, ইন্সটাগ্রাম…
ঝুড়ি ঝুড়ি বন্ধু
আছে না ভার্চুয়ালি?
অতএব, তুমি কে হে
আমাকে চেনো বাস্তবে?
ওসব সস্তা বস্তাপচা বাস্তবে
সময় দেবো আমি
আলট্রামর্ডার্ণ হোমোস্যাপিয়েন্স?
হাউ ফানি, ভাবলে কি করে তুমি?
নাকি মান্ধাতার আমলের
কোনো প্রেতাত্মা তুমি এক?
উঠে এসে কবর থেকে
অপেক্ষা করছো আজ
আমার সময়ের?
নো, নো, নেভার।
ওসব হবে না বাপু।
সস্তা সেন্টিমেন্টাল বাস্তবে
আমি নেই জেনো।
পারলে এসো না
ভার্চুয়াল কিছু রঙিন সময়
উদযাপন করি
দারুণ নেশায় দুজনায়।
ওটাই আমি হে, বাপু।
আমাকে খুঁজো না তুমি
রক্তমাংসের কোনো অস্তিত্বে,
একলা লাগা চোখের কাজলে,
সন্ধ্যার মায়ার লালিমায়,
রাত্রির সঘন আলিঙ্গনে।
এসো তবে কাছাকাছি
দ্রুতগতি সাইবার স্পিডে!