২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পোরশায় দুই ইটভাটায় ৭০ হাজার টাকা জরিমানা আদায়

admin
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২১
পোরশায় দুই ইটভাটায় ৭০ হাজার টাকা জরিমানা আদায়

Sharing is caring!

পোরশায় দুই ইটভাটায় ৭০ হাজার টাকা জরিমানা আদায়

 

নাইম ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় দুইটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার নিতপুরে এম,এস, ব্রিক্র ফিল্ড ও সীমান্ত ব্রিক্্র ফিল্ড ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। এসময় এম,এস, ব্রিক্্র ফিল্ডে ৩০ হাজার ও সীমান্ত ব্রিক্্র ফিল্ড ইটভাটায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, ইটভাটা গুলির মালিক সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে অবৈধভাবে জ্বালানী কাঠ পুড়িয়ে আসছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল।

গোপন সংবাদে জানতে পেয়ে সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়েছে এবং প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। তবে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।