২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে বিদেশী মদসহ গ্রেপ্তার ৩

admin
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২১
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে বিদেশী মদসহ গ্রেপ্তার ৩

Sharing is caring!

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে বিদেশী মদসহ গ্রেপ্তার ৩

 

 

কামরুল ইসলাম লিমনঃ-
সিলেটের দক্ষিণ সুরমা থেকে পুলিশি অভিযানে ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ এপ্রিল) বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরস্থ আপন রেস্তরাঁর সামনে মাদক বেচা-বিক্রির সময় পুলিশ অভিযান চালায়।

এ সময় সেখান থেকে চুনারুঘাটের বালিয়ারী গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে মো. আব্দুর রহিম রাজু (৩২), কিশোরগঞ্জের বাজিতপুর থানার ভাগলপুর গ্রামের রতন মিয়ার ছেলে মো. রবিন (২০) ও সিলেটের চাঁদনীঘাটের রইছ মিয়ার ছেলে মো. বাদল আহমদ (৩৬) কে আটক করে পুলিশ।

এ সময় তাদের হেফাজতে থাকা ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।