কোভিড ১৯ দ্বিতীয় ধাপে ও থেমে নেই ইসলামপুর ইউনিয়নের যুবকদের সেচ্ছাসেবী সংগঠন
মোঃ তারেক ফকির,রাজবাড়ী থেকেঃ-
রাজবাড়ী জেলা, বালিয়াকান্দি উপজেলার ইসলাপুর ইউনিয়নের। কিছু তরুণ, তরুণী, ছাত্র,ছাত্রী যুবকদের নিয়ে গঠিত করেছেন।রাজিব হোসেন নিরব নামের এক যুবকের উদ্যোগে। একটি অ'রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। খালকুলা যুব উন্নয়ন একতা সংঘ।
তাদের সংগঠনের লক্ষ এবং উদ্দেশ্য ১৩টি:
১.মাদক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষে কাজ করা,
২. অসহায় গরিব দুস্থ মানুষদের সহযোগিতা করা।
৩,মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করা।
৪.দূর্যোগকালে অসহায় গরিব মানুষের ত্রাণ দিয়ে সহযোগিতা করা।
৫.সেচ্ছায় রক্ত দান করা এবং ফ্রি রক্তের গ্রুপ যাচাই করা।
৬.অসচ্ছল মানুষের চিকিৎসা সেবা প্রদান করা।
৭.সবুজ বনায়ন সূষ্টির লক্ষে বূক্ষ রোপণ করা।
৮.শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলার আয়োজন করা।
৯.নিজেদের মধ্যে সর্বদা একতাবদ্ধভাবে চলা।
১০.বাল্যবিবাহ বন্ধের জন্য কাজ করা।
১১. এলাকার যে কোন উন্নয়ন মূলক ভালো কাজে অংশগ্রহণ করা।
১২.মাদক থেকে যুব সমাজ কে বিরত রাখার জন্য সর্বদা কাজ,করা।
১৩.নিজ নিজ ধর্ম পালন করার লক্ষ্যে কাজ করা।
যাদের অক্লান্ত পরিশ্রমে দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে আসতেছে,, তাদের
ধারাবাহিকতায় ।
আজ ৩০০শ'টুপি,৩০০শ'মাস্ক,১০০শ' টিসু,৫০পিচ সাবান বিতরন করেছেন। কিছু,মাদ্রাসায় এবং মসজিদে মসজিদে বিতরন করেন। এ কাজে অংশগ্রহণ করেন এলাকার তরুন ছাত্র,এবং এক দল যুবক।
এ সময় উপস্থিত ছিলেন খালকুলা যুব উন্নয়ন একতা সংঘ প্রতিষ্ঠাতা রাজিব হোসেন নীরব,আব্দুল আলিম, প্রভাষক বালিয়াকান্দী সরকারি কলেজ, মোঃমোহন আলী, মোহাম্মদ আল আমিন,হেলাল উদ্দিন,মোঃ ইয়াকুব, মোঃ দেলোয়ার ,মোঃ ওবায়দুর মিরাজুল, মাসুদ, হেলাল মল্লিক,আছাদ,রানা, সাথে ছিলেন মোঃখারুল ইসলাম ইকবাল প্রতিষ্ঠাতা বালিয়াকান্দী ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন , আই,বি,এন এর সদর্স্য মোঃ রিয়ন,সংগঠনটি দির্ঘদিন বিভিন্ন সেচ্ছাসেবক মুলক কাজ করে আসছেন।
সেচ্ছায় রক্তদান, ফ্রি,ব্লাড গ্রুপিং ক্যাম্পিং, ফ্রি চক্ষু পরিক্ষা চিকিৎসা সেবা,বৃক্ষ রোপন, নগদ অর্থিক সাহায্য, এবং নেশামুক্ত করার জন্য খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সর্বদা এলাকায় কাজ করা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.