Sharing is caring!
পূবাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্যা কামনায় দোয়া অনুষ্ঠিত
রবিউল আলম,গাজীপুর থেকেঃ-
গাজীপুরের পূবাইল মেট্রো থানার যুবদল এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্যা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পূবাইল যুবদল এর আহবায়ক মজিবুর রহমান রাজীব এর সভাপতিত্বে (১৬ এপ্রিল)শুক্রবার বাদ আসর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্যা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- পুবাইল মেট্রো থানাধীন ৪ টা ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ এবং মুসল্লীগণ।
এতে দেশে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। পরে বেগম জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থা ও দীর্ঘায়ু কামনা এবং মহামারী করোনা ভাইরাস থেকে দেশের মানুষ যেন সুস্থ থাকে সেজন্য দোয়া ও মোনাজাত করা হয়।