Sharing is caring!
গরিবের আর্তনাদ
🇧🇩 আবদুল্লাহ আল মামুন 🇧🇩
অসহায় গরিব ত্রানের আশায় বাহিরেতে
রই, দিন যাই সপ্তাহ যাই নেতা
এলো কৈ।
কর্ম নাই টাকা নাই জিবনটা বর্বাদ,
গরিব হলে কেউ চিনেনা
শোনেনা আর্তনাদ।
দেশে চলছে লকডাউন বন্ধ রাস্তা ঘাট,
শহরেতে নাইরে ভীড়
বন্ধ দোকান পাট।
কর্ম নাই টাকা নাই সংসারে অভাব,
ঘন ঘন হাত ধুদে বলে কোন নবাব।
পেটে আছে মহা ক্ষুদা জিবনটা বর্বাদ । বার বার বলছি কেউ শুনেনা গরিবের আর্তনাদ।
ক্ষুদার কষ্টে যদিও থাকি দিনরাত উপবাস,
গরিবের দুঃখে কেউবা আবার করে উপহাস।
দিতে হয় সাপ্তাহিক কিস্তি আছে বড় সংসার,
অভাব অনাটনের বাংলাদেশে লকডাউন কি দরকার।
গরিবের কষ্ট বোঝেনা নেতায় বোঝেনা দেশের সরকার,
বুঝলে ঘরে পৌঁছে দিতো আমাদের যা দরকার।
লেখক : হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন,
বিশিষ্ট লেখক সাংবাদিক ও মানবাধিকার কর্মী,
প্রতিষ্ঠাতা ও পরিচালক মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা মধ্যপাড়া বিজয়রামপুর মনিরামপুর যশোর। মোবাইল : ০১৬০৯-২৪৫৪৬২