Sharing is caring!
উদাসীন মন
মোঃ মমিন হোসেন
পিতা গুরু মাতা গুরু
গুরু জৈষ্ঠ্য ভাই ওরে মন
এর চেয়ে অধিক গুরু
আমি কোথায় গেলে পাই?
যে’জন মোরে আনিলো এই ভবে
সেজনরে আমি কেন করি হেলা?
হেলায়- খেলায় আমার কাটিয়া যায় বেলা।
এ রোজ দিবসে শাই ভাবিয়া কহে,
দিন ফুরিয়ে গেলে তোমারে চিনেবে কে?
তাই তো বলি এমন জীবন তুমি করিও গঠন
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন!
যতো পারো পুন্য করে যাও ভবে,
অমর থাকিবে তুমি যতোদিন এ’পৃথিবী রবে।
এমন জীবন তুমি করিও না গঠন
মরিলে তুমি, হাসিবে ভুবন!