২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মুমিনের আর্তনাদ

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২১
মুমিনের আর্তনাদ

Sharing is caring!

মুমিনের আর্তনাদ

লেখক সাংবাদিক: আবদুল্লাহ আল মামুন

অন্তরে বড় জ্বালা
মসজিদে কেন তালা।

রাস্তা ঘাট দোকান পাট কল কারখানায় মানুষের মেলা,তবে কেন নিষেধাজ্ঞা মসজিদের বেলা।

কওমী হাফিজিয়া মাদ্রাসায় গুলিতে ঢোকেনি করোনার গন্ধ, তবে কেন মাদ্রাসা বন্ধ।

দুনিয়াতে যতই হোক মহামারী আসুক না করোনা,
মুসলীম ঈমানদার আল্লাহ কে ছাড়া কোন কিছুতেই ডরেনা ‌।

সৃষ্টি কে নয় শ্রষ্ঠাকে করো তুমি ভয়,
তাহলে তোমার দোজাহানে আসবে যে বিজয়।

মহান প্রভুর রহমত ছাড়া বান্দা অসহায়,
দয়াকরে মাফ করে দাও ওগো দয়াময়।

আলেম উলামা নবীগনের ওয়ারেশ করবেনা দন্দ,
তাদের মনে কষ্ট দিলে নাজাতের পথ বন্ধ।

কোরআন হাদিস পড়ে যারা দেখাই আলোর পথ,
তাদের কে তুমি বন্ধু করো, হাতে রাখ হাত।

মুসলীম সব এক হও কাঁধে রেখে কাঁধ,
মুসলমান আজ বড় অসহায় চারিদিকে আর্তনাদ।

লেখক হাফেজ মোঃ আবদুল্লাহ আল মামুন
বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী,প্রতিষ্ঠাতা ও পরিচালক মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা মধ্যপাড়া বিজয়রামপুর।