১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২১
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

Sharing is caring!

কাশিমপুর কারাগার-ফাইল ছবি

 

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

 

ফকির হাসানঃ- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাজতির নাম জাহাঙ্গীর আলম (৪২)। তিনি গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকার মৃত. ইউসুফ আলীর ছেলে। তার হাজতি নং-২৩৬৫/২০ ছিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১(১০)২০ নং মামলায় এ কারাগারে বন্দি ছিলেন জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার রাতে হঠাৎ কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে পরীক্ষা-নিরীক্ষা করে জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।

জেলার আরও জানান, বন্দি জাহাঙ্গীর আলম স্ট্রোক করে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।