Sharing is caring!
কোভিট-১৯ এর ৩য় ধাপ ঠেকাতে কালীগঞ্জে অনুষ্ঠিত হলো সাবধনতা আপনার জয় সবার মাক্স সম্পির্কিত সচেতনতা ক্যাম্পাইন।
প্রান্ত বিশ্বাস, জেলা প্রতিনিধি ঝিনাইদহঃ-
শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে হও একসাথে যুক্ত, ঘুচিয়ে দাও দারিদ্রতা করো পথশিশু মুক্ত” এবং “মাদক মুক্ত সমাজ চাই” সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন এবং আলোকিতো যুব সমাজ স্বেচ্ছাসেবী সংগঠন।
তারই ধারাবাহিকতায় যৌথ ভাবে আয়োজিত হইলো কোভিট-১৯ সম্পর্কিত ও মাক্স ব্যাবহার নিয়ে জনসচেতনতা মূলোক ক্যাম্পেইন, “সাবধানতা আপনার,জয় সবার” এই মহামন্ত্র কে সামনে রেখে মানব কল্যাণে এগিয়ে এসেছেন দুটি সামাজিক সংগঠন সচেতনতা ও মানবিক উন্নয়ন মূলোক কাজ করে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মামুনুর রশীদ স্যার (ফায়ার সার্ভিস স্টেশন কর্তৃক নিয়োজিত স্টেশন অফিসার) ও ২ং ওর্যাড কাউন্সিলর মোঃ রুবেল মিয়া।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাব্বি ইসলাম ( সভাপতি, রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন)
এবং মুহাম্মদ কুবায়েত আহমেদ। ( সভাপতি, আলোকিতো জুব সমাজ।)
সার্বিক সহযোগিতায়ঃ সবুজ দেশ নিউজ ডট কম ও সবুজ বাংলা রেস্টুরেন্টে।