ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
প্রতিবন্ধীতায় পিছিয়ে নয়, প্রতিদ্বন্ধিতায় কর্মক্ষেত্রে অদম্য প্রতিবন্ধীরা
প্রতিবন্ধীবান্ধব বিডি এ্যানিমেল হেলথ নামক উৎপাদনমুখী কারখানার যাত্রা শুরু
হেদায়েতুল আজিজ মুন্না : প্রতিবন্ধীতায় পিছিয়ে নয়, জীবন সংগ্রামে অদম্য প্রতিদ্বন্ধিতার দৃঢ়প্রত্যয়ে স্বপ্নবাজ সাহসীদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় চালু হয়েছে “বিডি এনিম্যাল হেলথ নামক প্রাণী পুষ্টি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শীউড়ায় প্রতিবন্ধীদের সাবলম্বী এবং কর্মক্ষেত্রে সম্পৃক্ত করতে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রতিবন্ধীবান্ধব উদ্যোক্তা মোঃ রাসেল আহমেদ প্রতিবন্ধীদের সেবার লক্ষ নিয়ে এই প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন। প্রতিবন্ধীদের কল্যাণমূলক সংগঠন ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্নার পরামর্শে ও প্রেরণায় এই প্রতিষ্ঠানটি হয়েছে। এর পরিচালনায় ও বাজারজাত করণে জনবলে শতকরা ৭০ ভাগ প্রতিবন্ধীদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।
গত সোমবার উড়শীউড়ায় প্রধান অতিথি হিসেবে থেকে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, শিক্ষানুরাগী ও প্রতিবন্ধীবান্ধব ব্যক্তিত্ব আলহাজ¦ অ্যাড. মোঃ লোকমান হোসেন।
ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডশেনের উপদেষ্টা এবং আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান- এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, উপদেষ্টা ও জেলা চেম্বারের পরিচালক মোঃ আবদুল মালেক, মাইটিভির জেলা প্রতিনিধি কাউসার এমরান,সময় টিভির ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, কালের কণ্ঠের প্রতিনিধি বিশ^জিৎ পাল বাবু. লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম সোহাগ, ভারতের প্রতিবন্ধী সংগঠক প্রদীপ রাজ, রাজেশ কাপুর, স্চ্ছোসেবী সংগঠক জুবায়ের নূর মুনীর চৌধুরী,লাকী নবনীতা রায় বর্মণ, ডাঃ জান্নাত রায়হানা ,জেসি, চয়ন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাপশ কান্তি দত্তের প্রতিনিধি সহ ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের উপদেষ্টা সহ সদস্যবৃন্দ স্থানীয় নাদির ম্বোর ও সেলিম প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিডি অ্যানিমেল হেলথের সত্বাধিকারী মোঃ রাসেল আহম্মেদ। তিনি জানান, প্রতিষ্ঠানটি ভিটামিন ও সম্পূরক প্রাণীখাদ্য তৈরির কারখানা। এটিতে ৭০ ভাগ প্রতিবন্ধীরা কাজ করবে। তাদের থাকা খাওয়া ও সম্মানী কারখানা কর্তৃপক্ষ বহন করবে। ব্যবসা নয়, সেবাটাকেই প্রধান্য দিতে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে।
উদ্বোধনী দিনে ৬ জন প্রতিবন্ধী কারিগর কারখানায় কর্মরত ছিল তাদের একজন সমল বণিক। যিনি ১৫ বছর আগে চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেন দুর্ঘটনায় এক হাত ও দুই পা হারান । হুইল চেয়ার ও সীমাহীন বেদনায় দূর্বিসহ জীবন ছিল তার। এই কারখানায় কাজ পেয়ে তিনি খুমী এবং পেয়েছেন সুখের কর্ম ঠিকানা। তিনি পাবেন থাকা-খাওয়া ফ্রিসহ মানসম্পন্ন পারিশ্রমিক।
সমল বণিক জানান, ‘বিডি অ্যানিমেল হেলথ’ নামের একটি উৎপাদকারী প্রতিষ্ঠান তাকে সহ ১৪ প্রতিবন্ধীকে কাজে নিয়োগ দিয়েছে। তারা সাধ্য অনুযায়ী মেশিন পরিচালনাসহ কারখানার পণ্য উৎপাদন করবেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.