৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ হারজিৎ ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷
বুদ্ধির কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি বার-বার ভালো মানুষির কাছে,
জীবনের কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি বার-বার বৈষম্যের কাছে,
মেধার কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি সামাজিক মূল্যবোধের কাছে,
দৃঢ়তার কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি বার-বার বিবেকের কাছে,
পরিশ্রমের কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি বার-বার অমানবিকতার কাছে,
শেখার কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি বার-বার মূর্খতার কাছে।
আঁধারেও কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি আলোর প্রজ্বলিত শিখার তাপদাহে,
মরুর বালুতে হঁাটতে শিখেছি, কষ্ট হয়নি
কষ্ট হয়েছে কাঁদায় পা আটকে গিয়ে।
নারীত্বের কাছে হারতে শিখিনি
হেরে গিয়েছি বার-বার সৃষ্টির চির নিয়মের কাছে,
সময়ের কাছে হারতে শিখিনি
হেরে গিয়েছি সময়ের দাসত্বের কাছে।
নির্মমতার কাছে হারতে শিখিনি
হেরে গিয়েছি বার-বার মানবিকতার কাছে।৷৷
প্রযুক্তির কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি এর নান্দনিক অপব্যবহারের কাছে,
পরাধীনতার কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি কাঁটাতারের শৃঙ্খলতার কাছে।
বন্ধুত্বের কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি বিশ্বাসের কাছে,
কর্তব্যের কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে যাই বার-বার অভিযোগের কাছে।
জীবন যুদ্ধে কোনদিন হারতে শিখিনি
হেরে যাই বারবার মৃত্যুর কাছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.