সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশান এর নতুন কমিটি গঠিত।
স্টাফ রিপোর্টারঃ-
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজু কুমার পোদ্দার রাজুকে সভাপতি ও বিদ্যুৎ মজুমদারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশান কমিটি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপজেলা ও পৌর শাখা এবং সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বুধবার (৩১ মার্চ) রাতে ওই কমিটি অনুমোদন করেন।
কমিটির মূল পদে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শিল্পপতি সুশীল কুমার দাস, সুব্রত কুমার রুদ্র, অনিল কুমার আগরওয়ালা ও বরেন্দ্র কিশোর রায় (শিক্ষক), যুগ্ন-সাধারণ সম্পাদক শ্রী শংকর প্রসাদ, অমিত কুমার আগরওয়ালা ও কিশোর কুমার প্রসাদ, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব কুমার গুপ্তা জনি, সহ-সাংগঠনিক সম্পাদক মুন্না রাম দাস, পলাশ কুমার দাস, অর্থ সম্পাদক মানস কুমার দাস, সহ-অর্থ সম্পাদক কানাই কর্মকার, দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ পাল, সহ-দপ্তর সম্পাদক কৌশিক কর্মকার, ত্রাণ ও পূনর্বাসন বাদল বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক নিখিল চট্রোপাধ্যায়, সমাজকল্যাণ সম্পাদক প্রবীন সিংহানিয়া এবং প্রচার- প্রকাশনা ও গণসংযোগ সম্পাদক রাজিব সাহা প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতির সভাপতি এডভোকেট সুবোধ চন্দ্র,হিন্দু কল্যাণ সমিতি সহসভাপতি সুশীল কুমার, রাজকুমার পোদ্দার পূজা উদযাপন কমিটি সভাপতি,সাংবাদিক নিজু আগারওয়ালা,সাংবাদিক গোপাল চন্দ্র রায় এবং সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি জানান,গুটি কয়েক স্বার্থনেষী ব্যক্তি সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশান কমিটি গঠন নিয়ে বিভেদ সৃষ্টি করেছিল বিষয়টি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদের নজরে এলে তিনি সকলের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। ফলে হিন্দুধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনের উপস্থিতিতে গত ১৯ মার্চ শহরের শহীদ তুলসীরাম সড়কস্থ শ্রীশ্রী হীরালাল ঠাকুরবাড়ী মন্দির প্রাঙ্গণে ওই কমিটি গঠন করা হয়েছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.